: কী হে! এত ব্যস্ত হয়ে কোথায় চললে?
- কান ধরতে যাচ্ছি। ছবি তুলে ফেইসবুকে আপলোড করবো।
:আচ্ছা! তা কার কান ধরতে যাচ্ছো?
- ধুর মিয়া! অন্যের কান ধরবো কেন? ধরতে যাচ্ছি নিজের কান। নারায়ণগঞ্জে এক শিক্ষককে কানে ধরানো হয়েছে। দেখেননি? একাত্তর টিভিসহ প্রথম আলো, বিডি নিউজে এসছে। তাই নিজের কান ধরে প্রতিবাদ জানাতে যাচ্ছি।
: হা হা হা
- হাসির কি হইলো? আপনি জানেন অনেকেই কান ধরেছে? #sorrySir বলেছে। খবর রাখেন কোন? একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর। শিক্ষকের অপমান মানা যাবে না।
: (হাসি থামিয়ে) ওকে! আরে মিয়া, এবার কিছু খবর শোনো। ২০১৪ সালে এক শিক্ষককে বিবস্ত্র করা হয়েছে ময়মনসিংহে। থাক, তোমাকেও বিবস্ত্র হতে বলছি না। দু'দিন আগে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর গরম পানি ঢালা হয়েছে। এবার নিজের উপর গরম পানি ঢালা শুরু করে দাও। আর ফেইসবুকে আপ্লোড দাও। দিবা না?
- ইয়ে... মানে...
: ঠিকাসসে। নিজের কান ধরে ছবি দাও। আমার কী? ভাবতেছি তোমাকে দেখতে কেমন লাগবে।